রেকর্ড পরিমান গাড়ি বিক্রি টেসলার
চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড গাড়ি বিক্রি করেছে টেসলা। বড় অংকের মূল্য হ্রাসের মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি করেছে ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। খবর টেলিগ্রাফ।
সাম্প্রতিক আয়-ব্যয়ের উপাত্তে টেসলা জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ৪ লাখ ২২ হাজার ৮৭৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে তারা। যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৩৬ শতাংশ বেশি। এছাড়া ২০২২ সালে এক প্রান্তিকে ৪ লাখ ৫ হাজার ২৭৮ ইউনিট গাড়ি বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে।
অবশ্য বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম ইভি বিক্রি করেছে টেসলা। প্রথম প্রান্তিকে টেসলা ৪ লাখ ৩০ হাজার ৮ ইউনিট গাড়ি সরবরাহ করবে বলে পূর্বাভাস ছিল বিশ্লেষকদের।
বর্তমানে টেসলা চাহিদা বাড়ানোর দিকে বেশি মনোযোগী। যদিও চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাহিদা বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া লুসিড গ্রুপের মতো উদ্যোক্তা প্রতিষ্ঠান ও ফোর্ড মটর করপোরেশনের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। তবে এ মূল্য হ্রাসের মধ্য দিয়েই চীনের বাজারে নিজেদের সবার সামনে ধরে রাখতে সক্ষম হয়েছে টেসলা। প্রথম প্রান্তিকে অবশ্য প্রতিযোগীদের ভালোভাবেই হারিয়ে দিতে সক্ষম হয়েছে ইলন মাস্কের কোম্পানিটি।
মডেল থ্রি ও মডেল ওয়াইয়ের মতো জনপ্রিয় ইভির দাম কমানোর ঘোষণা টেসলার রেকর্ড বিক্রিতে ভূমিকা রেখেছে। গত প্রান্তিকে এ দুই মডেলের গাড়ি বিক্রি হয়েছে ৪ লাখ ১২ হাজার ১৮০ ইউনিট। যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের ২ লাখ ৯৫ হাজার ৩২৪ ইউনিটের চেয়ে ৪০ শতাংশ বেশি। তবে পুরনো মডেল এক্স ও মডেল এস সেডানের বিক্রি প্রায় ৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৯৫ ইউনিটে।
ডিবিটেক/বিএমটি







